পাতা:পলাশির যুদ্ধ.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬২
পলাশির যুদ্ধ।

যতই উঠিতে থাকে গগন উপবে,
ততই পাদপছায়া হয় খর্ব্বাকাব,
তেমতি এ শক্তি যত হইবে প্রবল,
ভাবতে ফবাশি তত হবে হতবল।

৪২


“তুমি সে শক্তিব মূল, আদি অবতাব।
হইও না চমৎকৃত, ভেবো না বিস্ময,
ভাবত অদৃষ্টচক্র, কৃপণে তোমাব
সমর্পিত, যেই দিকে তব ইচ্ছা হয
ঘুবিবে ফিবিবে চক্র তব ইচ্ছামত।
বঙ্গে যেই ভিত্তি-ভূমি কবিবে স্থাপন,
সমযেতে তদুপবি, ব্যাপিযা ভাবত
অটল অচল বাজা হইবে স্থাপন।
বিধিব মন্দিব হ’তে আনিযাছি আমি
ভাবতবর্ষেব ভাবী মানচিত্রখানি।

৪৩


'অনন্ত তুষাবাবৃত হিমাদ্রি উত্তরে
ওই দেখ ঊর্দ্ধ শিবে পবশে গগন;—
অদ্রিব উপবে অদ্রি, অদ্রি তদুপবে,
কটিতে জীমূতবৃন্দ কবিছে ভ্রমণ।