পাতা:পলাশির যুদ্ধ.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭২
পলাশির যুদ্ধ।

কিছাব দুর্ব্বল যবনভূপতি,
অবশ্য সমবে হবে পবাজয়।
গাবে বঙ্গ সিন্ধু, গাবে হিমালয,—
“জয় জয জয় ব্রিটিশেব জয!”

দ্বিতীয় সর্গ সমাপ্ত।