পাতা:পলাশির যুদ্ধ.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



তৃতীয় সর্গ।

পলাশি ক্ষেত্র।

এই কি পলাশিক্ষেত্র? এই সে প্রাঙ্গণ?
যেই খানে,—কি বলিব?—বলিব কেমনে!
স্মরিলে সে সব কথা বাঙ্গালীর মন
ডুবে শোকজলে, অশ্রু ঝরে দুনয়নে;—
যেই খানে মোগলের মুকুটরতন
খসিয়া পড়িল আহা! পলাশির রণে?
যেই খানে চিরকুচি স্বাধীনতা ধন
হারাইল অবহেলে পাপাত্মা যবনে?
দুর্ব্বল বাঙ্গালী আজি, সজল-নয়নে,
গাবে সে দুঃখের কথা, তবে, হে কল্পনে।