এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৪
পলাশির যুদ্ধ।
২
অতিক্রমি সান্ত্রীদল, যন্ত্রীদল মাঝে
গাইছে য়থায় যত কোকিলগঞ্জিনী
বিদ্যুতবরণী বামা; মনোহর সাজে
নাচিছে নর্ত্তকীবৃন্দ মানসমোহিনী,
ডুবিয়া ডুবিয়া যেন সঙ্গীতসাগরে;
পশি সশঙ্কিতে, সেই সিরাজশিবিরে,
সাবধানে, সশঙ্কিতে, কম্পিতঅস্তরে,
না বহে নিশ্বাস যেন, অতি ধীরে ধীরে,
কহ সখি! কহ দুঃখ-বিকম্পিত স্বরে,
শত বৎসরের কথা বিষন্ন অন্তরে।
৩
বিরাজে সিরাজদ্দৌলা স্বর্ণসিংহাসনে,
বেষ্টিত রূপসীদলে,—বঙ্গ-অলঙ্কার,
কাশ্মীর-কুসুমরাশি; উজ্জ্বল বরণে
বিমলিন, আভাহীন, স্ফটিকের ঝাড়!
যার মুখ পানে চাহি হেন মনে লয়
এই রূপবতী নারী রমণীর মণি।
ফিরে কি নয়ন আহা! ফিরে কি হৃদয়,
বারেক নিরখি এই হীরকের খনি?