পাতা:পলাশির যুদ্ধ.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তৃতীয় সর্গ।
৭৯

১১

কে তুমি গো, একাকিনী আনন্দশিবিরে
কাঁদিতেছ এক পার্শ্বে বসিয়া ভূতলে?
চিনেছি—হানিয়া খড়গ প্রাণপতি-শিরে,
তোমাকে এ দুরাচার অনিয়াছে বলে।
কাঁদ তবে, কাঁদ তুমি রাত্রি যতক্ষণ,
গাও উচ্চৈঃস্বরে আর যতেক রমণী!
উঠিল রমণী-কণ্ঠ ছুঁইল গগন;—
ধ্রুম্ করে দূরে তোপ গর্জ্জিল অমনি।
একি গো?—কিছু না, শুধু মেঘের গর্জ্জন;
নাচ, গাও, পান কর, প্রফুল্লিত মন।

১২


পুনঃ ঝনৎকার শব্দে বাজিয়া উঠিল
মুরজ, মন্দিরা, বীণা সারঙ্গী, সেতার;
বেহালার, পিককণ্ঠে, হইতে লাগিল
তানে তানে মুগ্ধচিত্তে উদাস সঞ্চার!
যন্ত্রের নিনাদে ওই গলা মিশাইয়া
বসন্ত কোকিল কি হে দিতেছে ঝঙ্কার?
তা নয়, গায়িকা ওই কণ্ঠ কাঁপাইয়া
গাইতেছে; ক্ষীণকণ্ঠ কোকিল কি ছার!