পাতা:পলাশির যুদ্ধ.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তৃতীয় সর্গ।
৮৫

তেমতি নিশ্বাস শেষে নবাবের মন
হইল অপেক্ষাকৃত স্থির সুশীতল।
মুহূর্ত্তেক মনোভাব করি নিরীক্ষণ
বলিতে লাগিল ধীরে চাহি ধরাতল;—
“কেন আজি?”—এই কথা বলিতে বলিতে
অবরুদ্ধ হ’লো কণ্ঠ শোক-সলিলেতে।

২২


“কেন আজি মম মন এত উচাটন?
বোধ হয় বিষে মাথা সকল সংসার!
কেন আজি চিন্তাকুল হৃদয় এমন?
কেমনে হইল এই চিন্তার সঞ্চার?
বিধবার অশ্রুধারা, অনাথ-রোদন,
সতীত্বরতন-হারা রমণীর মুখ,
নিদারুণ যাতনায় যাদের জীবন
বধিয়াছি, নিরখিয়া তাহাদের মুখ,
হর্ষ-বিকসিত হ’তো যাহার বদন,
তার কেন আজি হ’লো সজল লোচন?

২৩


“শক্রর শিবির পানে ফিরালে নয়ন,
প্রত্যেক আলোক কাছে, না জানি কেমনে