এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রথম সর্গ।
৫
ভারতে বিখ্যাত যেন কুবের-ভাণ্ডার;
অচলা কমলা যথা হীরক-আসনে।
যথায় সঙ্গীত-শ্রোত বহে অনিবার
কামিনী-কোমলকণ্ঠে, জিনিয়া সুস্বরে
কোকিল-কাকলী, কিম্বা সুতার সেতার,
বরষি অমৃতধারা শ্রবণ-বিবরে।
অন্ধকারে সাবধানে শঙ্কিত অন্তরে,
চল যাই কি আমোদ দেখি সেই ঘরে।
৮
একি!!
নীরব সেতার, বীণা, মধুর বাশরী!
পাখোয়াজ, মেঘনাদে গর্জ্জে না গভীর!
নৈশ-নীরদের মালা আবাহন করি,
কেহ নাহি গায় মেঘমল্লার গম্ভীর!
নিস্কোষিত-অসি করে দৌবারিকদল,
অন্ধকারে দ্বারে দ্বারে করিছে ভ্রমণ;
একটি কপাট কোথা নাহি অনর্গল,
একটি প্রদীপ কোথা জলে না এখন।
তিমিরে অদৃষ্ঠ গৃহ, প্রাচীর, প্রাঙ্গণ;
বোধ হয় ঠিক্ যেন বিরল বিজন।