এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯০
পলাশির যুদ্ধ।
হয় ত আমাবে কালি যত দুবাচাব
অপিবে ক্লাইবে, কিম্বা বধিবে পরাণে,
তাই বুঝি তাহাদেব আনন্দ অপাব,
নচিতেছে, গাইতেছে, অথবা কে জানে
আততাযী সেনাপতি পাপী কুণাঙ্গাব,
শিবির কবিবে আজি সমাধি আমাব।
৩১
‘নিশ্চয বিদ্রোহী তাবা নাহিক সংশষ,
নতুবা ক্লাইব কোন্ সাহসেব ভবে,
ওই ক্ষুদ্র সৈন্য লযে,—নাতি মনে ভয়—
এ বিপুল সেনা মম সম্মুখে সমবে?
সবলীনিঃসৃত স্রোতে কোন্ মূঢ় জনে
সাহসে সিন্ধুব স্রোত চাহে ফিবাইতে?
কিম্বা কোন মুর্থ বল ভীম প্রভঞ্জনে
পাপাব বাতাসকলে চাহে বিমুথিতে?
না জনি কি ষড়যন্ত্র হইযাছে স্থিব,
অবশ্য হযেছে কোন মন্ত্রণ গভীব!
৩২
“আমি মুর্খ, সর্ব্বনাশ কবেছি আমার;
মিবজাফবেব এই চক্রাস্ত জানি্যা,