পাতা:পলাশির যুদ্ধ.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তৃতীয় সর্গ।
৯১

রেখেছি জীবিত, ভুলে শপথে তাহার;
ক্লাইবের পত্রে ছিনু নিশ্চিন্ত হইয়া।
কে জানে ইংরাজজাতি এত মিথ্যাবাদী?
এত আত্মন্তরী? এত কাপট্য-আধার?
কথায় স্বপক্ষ হয়, কার্য্যে প্রতিবাদী?
তাদের ভরসা আশা মরীচিকা সার?
এখন কোথায় যাই, কি করি উপায়,
বিশ্বাসঘাতকী হায়! ডুবা”ল আমায়!

৩৩


“যদি কোন মতে কালি পাই পরিত্রাণ,
মিরজাফরের সহ যত বিদ্রোহীর
মনোমত সমুচিত দিব প্রতিদান;
বধিব সবংশে। আগে যত রমণীর
বিতরি সতীত্বরত্ন আপন কিঙ্করে,
তাদের সম্মুখে; পরে সস্ত্রীক সন্তান
কাটিব, শোণিত পিতা পতির উদরে
প্রবেশি বিদ্রোহ-তৃষা করিবে নির্ব্বাণ।
পরে তাহাদের পালা,—প্রথম নয়ন—
ও কি!”—কক্ষে পদশক করিয়া শ্রবণ,