পাতা:পলাশির যুদ্ধ.djvu/৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯২
পলাশির যুদ্ধ।

৩৪

ভাবিল—আসিছে মিরজাফরের চর,
যমদূত; লুকাইল শিবিরকোণায়।
যখন জানিল নহে শমনের চর,
নিজ অনুচর মাত্র, বটপত্রে প্রায়
কাঁপিতে কাঁপিতে, ভয়ে হইয়া অস্থির,
বসিল ফরাসে ধীরে শিরে হাত দিয়া।
চিস্তিল অনেক ক্ষণ —“করিলাম স্থির,
যা থাকে কপালে আর, অদৃষ্ট ভাবিয়া,
ক্লাইবে লিখিব পত্র, দিব রাজ্য ধন
বিনা যুদ্ধে, যদি রক্ষে আমার জীবন।”

৩৫


অমনি লেখনী লয়ে লিখিতে বসিল,
লিথিতে লাগিল পত্র,— চলিল লেখনী।
আশবার কি চিন্তা মনে উদয় হইল,
অর্দ্ধ পত্রে স্তব্ধ কর থামিল অমনি।
“কি বিশ্বাস ক্লাইবেরে। নিয়ে সিংহাসন,
নিয়ে রাজ্যভার”—এমন সময়ে
কানাতে মানবছায়া হইল পতন;
লেখনী ফেলিয়া দুরে পুনঃ প্রাণভয়ে