পাতা:পলাশির যুদ্ধ.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৪
পলাশির যুদ্ধ।

মন্ত্রীর শিবিরপানে উন্মাদ-আকার
—বিস্তৃত নয়নদ্বয়, কম্প কলেবরে—
ছুটিল; আসিল যেই শিবিরের দ্বারে,
শত ভীম নরহস্তী সৃজিল আঁধারে।

৩৮


“অবিশ্বাসী—আততায়ী—বধিল জীবন!”—
বলিয়া মূচ্ছিত হ’য়ে পড়িল ভূতলে,
অমনি বিদ্যুৎ-বেগে করিয়া বেষ্টন
ধরিল রমণী ভুজ-মৃণাল-যুগলে।
শিবিরের এক পাশ্বে পর্য্যঙ্ক উপরে,
বসিয়া নীরবে রাণী প্রথম হইতে,
নবাবের ভাব দেখি, বিষন্ন অন্তরে
শয্যা ভিজাইতেছিল নয়নবারিতে;
নবাবে ছুটিতে দেখি, উন্মাদ-আকার,
গিয়ছিল বিষাদিনী পশ্চাতে, তাহার।

৩৯


কামিনী-কোমল-স্নিগ্ধ-অঙ্গ পরশিতে,
কিছু পরে বঙ্গেশ্বর চেতন পাইয়া,
অবোধ শিশুর মত লাগিল কাঁদিতে,
বিষাদিনী প্রেয়সীর গলায় ধরিয়া।