পাতা:পশ্চিম-যাত্রীর ডায়ারি.djvu/১২১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

পশ্চিম-যাত্রীর ডায়ারি

দুঃখ ও বন্ধনের কারণ। তাই, সেদিন বিছানায় শুয়ে শুয়ে আমার মনে হল, আমিও যেন মুক্তির তীর্থক্ষেত্রে মরতে পারি; শেষ মুহূর্তে যেন বলতে পারি, সকল দেশই আমার এক দেশ, সর্বত্রই এক বিশ্বেশ্বরের মন্দির, সকল দেশের মধ্য দিয়েই এক মানবপ্রাণের পবিত্র জাহ্নবীধারা এক মহাসমুদ্রের অভিমুখে নিত্যকাল প্রবাহিত।


১৫ ফেব্রুয়ারি ১৯২৫
ক্রাকোভিয়া স্টিমার

পূর্বেই বলেছি, নন্দিনী তার নাম, তিন বছর তার বয়স, সে তৃতীয়ার চাঁদটুকুর মতো। আধুনিক নবেল পড়বার সময় তার এখনো হয় নি। ঘুম-পাড়াবার আগে তাকে গল্প শোনাবার লোক চাই। তাই, যে আমি এতকাল জনসাধারণকে ঘুম পাড়াবার বায়না নিয়েছিলুম, দায়ে পড়ে সেই আমার পদবৃদ্ধি হল। আজকাল এই ক্ষুদ্র মহারানীর শয্যাপার্শ্বে আমার তলব হচ্ছে।

 কাল রাত্রে আহার সেরে জাহাজের কামরায় এসে বসেছি। হুকুম হল, ‘দাদামশায়, বাঘের গল্প বল।’ আমি কবি ভবভূতির মতো বিনয় করে বললুম, ‘আমার সমযোগ্য লোক হয়তো জাহাজে এক-আধজন মিলতেও পারে, কারণ, যাত্রী অনেক এবং বিপুলা চ তরণী।’ কিন্তু, নিষ্কৃতি পেলুম না। তখন শুরু করে দিলুম—

            এক যে ছিল বাঘ,
তার সর্ব অঙ্গে দাগ।
         আয়নাতে তাই হঠাৎ দেখে
হল বিষম রাগ।
         ঝগড়ুকে সেই বললে ডেকে,

১০০