১৯৩৬ সালের জ্যৈষ্ঠে যাত্রী গ্রন্থ প্রকাশিত হয়। উহার পূর্বোত্তর ভাগে যথাক্রমে ‘পশ্চিম-যাত্রীর ডায়ারি’ (সেপ্টেম্বর ১৯২৪—ফেব্রুয়ারি ১৯২৫) এবং ‘জাভাযাত্রীর পত্র’ (জুলাই—অক্টোবর ১৯২৭) সংকলিত হয়। প্রসঙ্গ এক নহে, রচনাকালও ভিন্ন, এজন্য রবীন্দ্রশতবর্ষপূর্তি উপলক্ষে বর্তমানে রচনা-দুইটি পৃথক দুইখানি গ্রন্থের আকারে প্রকাশ করা হইল।
‘পশ্চিম-যাত্রীর ডায়ারি’ অংশ প্রবাসীতে অগ্রহায়ণ ১৩৩১ হইতে জ্যৈষ্ঠ ১৩৩২ পর্যন্ত বিভিন্ন সংখ্যায় প্রথম মুদ্রিত হইয়াছিল। ১৩৩৩ সালের ফাল্গুনের প্রবাসীতে উক্ত ডায়ারির কিছু নূতন অংশ ‘উদ্বৃত্ত’ নামে এবং যাত্রীর প্রথম সংস্করণে ‘পরিশিষ্ট’রূপে (পৃ ১৩৫—১৬২) মুদ্রিত হয়। উহার মুখবন্ধস্বরূপ রবীন্দ্রনাথ প্রবাসীতে লিখিয়াছিলেন—
গাছতলায় শুকনো পাতার নীচে ঝড়ে-পড়া কাঁচাপাকা ফল কিছু-না-কিছু পাওয়া যায়। আমার আবর্জিত ছিন্ন পাতার মধ্য থেকে যে লেখার টুকরোগুলি আমার তরুণ বন্ধু[১] কুড়িয়ে পেয়েছেন, মনে হচ্ছে, সেগুলি সাহিত্যের ভোজে ব্যবহার করার বাধা নেই। তাই তিনি যখন ভাণ্ডারে তোলবার প্রস্তাব করলেন আমি সন্মতি দিলাম।
যাত্রীর দ্বিতীয় সংস্করণে (১৩৪২ জ্যৈষ্ঠ) উক্ত উদ্বৃত্ত লেখাগুলি ‘পরিশিষ্ট অংশে না রাখিয়া তাহাদের রচনার তারিখ অমূসারে ডায়ারির ভিন্ন ভিন্ন স্থানে সন্নিবেশিত করা হইয়াছিল। বর্তমান গ্রন্থে প্রথম-সংস্করণ যাত্রীর অণুসরণ করা হইয়াছে।
রবীন্দ্রনাথ ১৯২৪ সালের ১৯ সেপ্টেম্বর দক্ষিণ আমেরিকা যাত্রা করেন। “তাদের শতবার্ষিক উৎসবে যোগ দেবার জন্যে”, এবং ১৯২৫ সালের ১৭ ফেব্রুয়ারি দেশে প্রত্যাবর্তন করেন।
১৩৫
- ↑ অমিয়চন্দ্র চক্রবর্তী