এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ゲ পাঠসবি । রামায়ণ বৃহৎ গ্রন্থ। এ গ্রন্থ সংস্কৃত ভাষায় রচিত্রুপ এখন বাঙ্গালা ও ইংরেজী ভাষায় রামায়ণের অনেক অনুবাদ হইয়াছে । কীৰ্ত্তিবাস নামক একজন প্রাচীন বাঙ্গালি কবি সৰ্ব্বপ্রথমে রামায়ণ বাঙ্গালা পদ্যে অনুবাদ করিয়াছেন । কীৰ্ত্তিবাসের রামায়ণ অতি মধুর গ্রন্থ । উহ! পাঠ করিলে প্রচুর আনন্দ লাভ হয়, এবং বাঙ্গালা ভাষা শিক্ষর যথেষ্ট্র সাহায্য হইয়া থাকে । কথিত আছে, কীৰ্ত্তিবাস সংস্ক ত ভাষা ও ভাল লেখাপড জানিতেন না , তাহার সময়ে গায়কের রামায়ণ গাইস অর্থে পার্জন করিত, সেই সকল গান শুনিয়াই তিনি বাঙ্গাল রামায়ণ রচনা করিয়াছিলেন । যথেষ্ট কবিত্ত্ব ও স্মৃতিশক্তি না থাকিলে তিনি কদাপি এরূপ কীৰ্ত্তি রাখিয়া যাইতে পারিতেন না । কীৰ্ত্তিবাস প্রায় চারিশত বৎসর হইল বঙ্গদেশে জন্মগ্রহণ করিয়াছিলেন । কাব্য পাঠ করিলে মানুষের প্রচুর উপকার সাধিত হইয়া থাকে । বিজ্ঞানামুশীলন করিয়া যেমন মানুষ কল কৌশল নিৰ্ম্মাণ করিয়া আপনাদিগের অবস্থার উন্নতিসাধন করিয়া থাকে, দর্শন পাঠ করিয়া যেমন লোকের চিন্তা ও বিচারশক্তির বৃদ্ধি হয়, কাব্য পাঠ করিলেও সেই রূপ মামুষের সাধুতার রদ্ধি হইয়া থাকে ; অর্থাৎ মানুষের হৃদয়ে সাহসিকতা, প্রেমিকতা ও পবিত্রত