পাতা:পাঠসার.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

;)* পাঠসাৰ । এই সময়ে কতকগুলি প্রতারক লোক আপনাদিগের স্বার্থসাধনের জন্ত মনোমত শ্লোকাদি রচনা করিয়া ভাল ভাল গ্রন্থ মধ্যে বসাইয়া দিতে লাগিল ! এইরূপে আমাদিগের দেশের শাস্ত্র সকল অনেক নষ্ট হইয়া গিয়াছে। মুদ্রাযন্ত্রের প্রসাদে এখন আর তেমন প্রতারণা চলিতেছে না । মুদ্রাষন্ত্রে এক রকমের গ্রন্থ একবারে সহস্ৰ সহস্র মুদ্রিত করিয়া দিতেছে। মুদ্রিত গ্রন্থের মধ্যে সহজে প্রতারণা চলিতে পারে না, এবং প্রতারণা করিবার চেষ্টা করিলেও সহজেই ধরা পড়ে । চীনদেশীয় লোকের প্রাচীন কালে জ্ঞান ও সভ্যতায় বড় উন্নত হইয়াছিল। প্রাচীন ইতিহাস পাঠ করিয়া জানা যায় যে, চীনেরাই সৰ্ব্বাগ্রে মুদ্রা-যন্ত্রের কৌশল আবিষ্কার করে । কিম্বদন্তি এইরূপ যে, খ্ৰীষ্টীয় দশম শতাব্দীতে চীন দেশে ফুখতেও নামে একজন রাজমন্ত্রী ছিলেন । তিনি দেখিলেন, রাজকাৰ্য্য সম্বন্ধীয় আদেশ ও বিজ্ঞাপনাদি এত অসংখ্য যে, উহা হাতে লিখিয়া কাৰ্য্য চালান অসম্ভব । অনেক চিন্তা করিয়া তিনি স্থির করিলেন যে, সেই সকল আদেশ ও বিজ্ঞাপন কাষ্ঠে খোদিত করিয়া ছাপাইয়া দিলে কাৰ্য্য সহজ হয়। অতঃপর তিনি ঐরূপই করিতে লাগিলেন । সেই সময়ে চীন দেশে পীচিৎ নামে একজন বুদ্ধিমান কৰ্ম্মকার বাস করিত ।