পাতা:পাঠসার.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У о о পাঠসাব । অল্প কাল হইল উহার একখণ্ড আমেরিকায় নিউ-ইয়ঞ্চ নগরে আঠার হাজার টাকাতে নীলামে বিক্রয় হইয়াছে ! ইংরাজের জার্মানদিগের নিকট এবং বাঙ্গালিরা ংরাজদিগের নিকট মুদ্রণ-কৌশল শিক্ষা করিয়াছেন । উইলিয়ম ক্যাকৃষ্টন্‌ নামক একজন ইংরাজ কলোন নগরে যাইয়া বহু পরিশ্রমে মুদ্রায়ন্ত্রের কার্য্য শিক্ষা করিয়াছিলেন । তিনি দেশে ফিরিয়৷ আসিলে ১৪৭৪ খৃষ্টাব্দে ইংরাজরাজ তাহাকে একটা ছাপাখান স্থাপন করিবার অনুমতি দেন । “ওয়েষ্টমিনিষ্টার এবি’ নামক ইখলণ্ডের সুপ্রসিদ্ধ গির্জাতে সেই ছাপাখান স্থাপিত হইয়াছিল । প্রায় এক শত বৎসর হইল বাঙ্গাল অক্ষর মুদ্রিত · হইযাছে । চালর্স উইস্কিন্স নামক একজন সাহেব বহু সত্ব করিয়া এ দেশের নানা ভাষা শিক্ষা করিয়াছিলেন । তিনি অত্যন্ত শিল্পনিপুণ ও অধ্যবসায়শালী ছিলেন। সেই মহাত্মাই সৰ্ব্বপ্রথমে স্বহস্তে খুদিয়া ও ঢালিয়া এক শাট লাঙ্গাল। অক্ষর প্রস্তুত করিযাছিলেন । উহার কিয়ৎকাল পবে মার্শম্যান, ওয়ার্ড ও কেরি প্রভূতি কয়েকজন মহাশয় লোক এদেশে ধৰ্ম্মপ্রচার করিতে আসেন । তাহার। স্ত্রীরামপুরে মুদ্রাযন্ত্র স্থাপন করিয়া এ দেশীয় নানা ভাষায পুস্তক প্রচার করিতে থাকেন । র্তাহার। কেবল বাঙ্গালা অক্ষর মুদ্রিত করিবার কৌশল প্রচার করেন নাই,