পাতা:পাঠসার.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার বর্ষা । X a X বহু পরিশ্রম করিয়া বাঙ্গালাতে ব্যাকরণ ও অভিধান প্রভৃতি প্রণয়ন করিয়াছিলেন । র্তাহাদিগের দ্বারা বাঙ্গালা গদ্য লেখার প্রণালীর অনেক উন্নতি হইয়াছিল । সেই সকল গ্রন্থাদি এখন প্রায় পাওয়া যায় না বটে, কিন্তু যতকাল বঙ্গভাষা প্রচলিত থাকিবে, এ দেশে র্তাহাদিগের নাম অক্ষুণ্ণ থাকিবে সন্দেহ নাই। বাঙ্গাল ভাষার উন্নতি সাধনে, মহাত্মা কেরি তদীয় সহযোগীদিগের অগ্রণী ছিলেন, এজন্য র্তাহার নিকটেই আমরা অধিকতর ঋণগ্রস্ত । বাঙ্গালার বর্ষ । আইল বরষাকাল, নদ নদী বিল খাল, নূতন সলিলে সব পরিপূর্ণ হইল , অবিরাম হয় বৃষ্টি, বুঝিবা নাশিবে হুষ্টি, আকাশ ভাঙ্গিয়া যেন কোটছিদ্র হইল !