পাতা:পাঠসার.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 0 : পাঠসার । মরে কত কাক চিল, গোষ্ঠ ছেড়ে ধায় গাভী পেয়ে মহাত্রাস ; আকাশের দুষ্ট ছেলে, যেন সবে ঢেলা ফেলে, পৃথিবীর ফলশস্ত করিতেছে নাশ ! তর তর সর সর, বায়ু বহে নিরস্তর, রক্ষশাখা হতে জল বুড় বুড় পড়িছে , শোকভরে তরু যেন, নিশ্বাস ছাড়িছে ঘন, নয়নেতে অশ্রুবিন্দু ঝর বার ঝরিছে । প্রাস্তরে কৃষকগণ, করি সবে প্রাণপণ, করিতেছে কৃষিকাৰ্য্য রাজ্য যাহে বাচিছে . পায়েতে লেগেছে জোক, গায়ে লাগে শুীয়পোক, তথাপি চাষার মন আশাভরে নাচিছে ! বিহঙ্গ-পতঙ্গগণ, বিষাদিত অনুক্ষণ, নিবিড় শাখার তলে বসে শুধু থাকিছে ,