পাতা:পাঠসার.djvu/১০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার বর্ষ । কেবল সময় পেয়ে, পেট পূরে জল খেয়ে, চাতক “দে জল" বলি জলধরে ডাকিছে । যে যাহারে ভালবাসে, সে যাইবে তার পাশে, পঙ্কিল সলিল পানে মণ্ডুকেরা ধাইছে , আনন্দে সাতার দিয়ে, মাথা মাত্র ভাসাইয়ে, উচচনাদে বরষার কত গুণ গাইছে । নব জলধর সঙ্গে, সৌদামিনী কত রঙ্গে ; মুচ কে মুচ কে হাসে বড়ই সুন্দর জলদ অনেক স্কেহে, লুকায়ে আপন দেহে, গদ গদ ভাষে তার বাড়ায় আদর । সেই শোভা নিরখিয়া, নিজ পুচ্ছ বিস্তারিয়া, ময়ুর ময়ূরী নাচে আমোদে বিহরল , কতু নাচে তালে তালে, কতু কদম্বের ডালে, বলি উচ্চ কেকারবে করে কোলাহল । 醇 2 :