পাতা:পাঠসার.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালী সংবাদপত্র । SAAAA AAAASAAAAMMAeSZS TeSAT ZSAAAAAAASAAAA মুদ্রাসন্ত্রের অভাবে সংবাদপত্র চলিতে পারে না । বহু কষ্টে বহু লোকে হাতে লিখিয়া একখানি সংবাদপত্র চালাইতে চেষ্টা করিলেও, তাহাতে তত কাৰ্য্য হইতে পারে না । এক এক খনি সহ বাদপত্রের গ্রাহক-সংখ্যা এত অধিক, এবং উহার আয়তনও এত বড় যে, কয়েক বৎসরের কাগজ বিছাইয়া দিলে একখানি দেশ ঢাকিয়া ফেলা যায় । ইংলওে টাইম্স্ নামক সংবাদপত্রের স্বাকার বড়, উহা প্রতি দিন তিনবার করিয়া মুদ্রিত হয়, উহার লক্ষ লক্ষ গ্রাহক, এবং উহার বার্ষিক আয় কোটী মুদ্রারও অধিক । সচরাচর তিন প্রকারের মুদ্রাযন্ত্র দেখিতে পাওয়া যায় । মুদ্রাকরেরা হাতে টানিয়া যাহাদ্বারা ছাপা উঠায়, তাহা একরূপ মুদ্রাযন্ত্র । দ্বিতীয় প্রকারের যন্ত্রের চাকা হাতে ধরিয়া ঘুরাইলে, উহাতে ছাপা হইয়া থাকে। তৃতীয় প্রকারের মুদ্রাযন্ত্রের সেই চক্র বাষ্পীয় যন্ত্রের দ্বারা ঘূর্ণিত হইয়া থাকে । যে সকল সংবাদপত্র বহুসংখ্যক মুদ্রিত করিতে হয়,প্রথম প্রকারের মুদ্রণযন্ত্রে তাহার কার্য্য কোনরূপেই হইয় উঠে না ।