পাতা:পাঠসার.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S e 9 পাঠসাব । সংবাদপত্র দ্বারা সমাজের অনেক উপকার হইয়। থাকে । সংবাদপত্র মানুষের জ্ঞানবৃদ্ধি ও ভাষাশিক্ষার প্রধান উপায় । সংবাদপত্রে নানা বিষয়ক তস্থ ও উপদেশ থাকে , তৎপাঠে অভিজ্ঞতা ও নীতিজ্ঞান লাভ হয় । ভাল ভাল গ্রন্থ পাঠ করিবার অবসর অনেক লোকেরই হয় না । সংবাদপত্র পাঠ করিয়া, অল্পে অল্পে বড বড গ্রন্থ পাঠ করিবার কার্য্য হইযা থাকে । সংবাদপত্রে নানা প্রকার বিষয় সকল লিখিত থাকে বলিয়া, পাঠ করিতেও সহজে রুচি জন্মে । সংবাদপত্র দ্বারা আরও অনেক প্রকার উপকার সাধিত হইতেছে । সংবাদপত্রে ভিন্ন ভিন্ন দেশের কল, কৌশল ও পণ্যদ্রব্যাদির সংবাদ ও বিজ্ঞাপন প্রকাশিত হওয়াতে, সমাজে কৃষি ও বাণিজ্যাদির বিস্তর উন্নতি সাধিত হইতেছে । এতদ্ভিন্ন সংবাদপত্র দ্বারা আর এক মহোপকার সাধিত হইয়া থাকে । সংবাদপত্র সাধারণ মত গঠন ও প্রচার করিয়া থাকে । সংবাদপত্রে ধৰ্ম্ম, নীতি ও আচার ব্যবহারের যে সমালোচনা হয়, উহাতে সৰ্ব্বসাধারণের মত প্রকাশিত হইয়া থাকে । তদ্বারা সামাজিকদিগের মত ও রুচি গঠিত হইয়। থাকে । পূৰ্ব্বকালে রাজা বা রাজপুরুষদিগের গুপ্ত : চর