এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামায়ণ ও রাম-বনবাস । 海 প্রভৃতি বৃদ্ধি হইয়া থাকে । / রামায়ণ অতি উৎকৃষ্ট কাব্য ; রামায়ণ পাঠ করিলে এই সকল উপকার আমাদিগের প্রচুর পরিমাণে হইতে পারে x রামায়ণ পাঠ করিলে আরও যথেষ্ট উপকার লাভ হয় । রামায়ণে এদেশের প্রাচীন কালের অনেক অবস্থার অতি সুন্দর সুন্দর বর্ণনা আছে । প্রাচীন কালে এদেশীয় রাজাগণ কিরূপে রাজ্য শাসন করিতেন, যোদ্ধাগণ কিরূপে যুদ্ধ করিতেন, আর পণ্ডিতেরা কিরূপে জ্ঞানচর্চা করিতেন, এই সকল কথার বিস্তারিত বর্ণনা রামায়ণে রহিয়াছে। এদেশের লোক কিরূপে পরিবারবন্ধ হইয়া বাস করিত, পিতামাতার সঙ্গে পুত্ৰকস্তাদিগের কিরূপ ব্যবহার ছিল, গুরুর নিকটে শিষ্যগণ কিরূপে শিক্ষা লাভ করিত, রামায়ণ পাঠ করিলে তাহাও জানিতে পারা যায় । এদেশের প্রায় তিন সহস্ৰ বৎসরের পূৰ্ব্বের অবস্থা রামায়ণে ৰণিত হইয়াছে । আমরা বর্তমান সময়ে এদেশের যেরূপ অবস্থা দেখিতেছি, পূর্বকালে ভারতবর্ষের অবস্থা তেমন ছিল না ৮ এখন আমাদিগের দেশে পৃথিবীর নানা স্থানের লোক বাস করিতেছে । ভিন্ন ভিন্ন দেশের লোকেরা ভিন্ন ভিন্ন সময়ে আসিয়া এদেশ অধিকার করিয়াছে । রামায়ণের সময়ে এদেশের লোক ,