পাতা:পাঠসার.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 * পাঠসার । সংবাদপত্র প্রচার করিয়াছিলেন । ১৮১৯ খ্ৰীষ্টাব্দে তিনি কৌমুদী নামে একখানি পত্রিকা প্রচার করেন । রামমোহন রায়ের সঙ্গে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় নামক এক ব্যক্তি কৌমুদী পত্রিকা লিখিতেন । রামমোহন রায়ের সঙ্গে মতের অনৈক্য হওয়াতে, তিনি স্বতন্ত্র হইয়া ১৮২২ খ্ৰীষ্টাব্দে সমাচার-চত্রিকা নামে আর একখানি পত্রিকা প্রচার করিয়াছিলেন । ১৮৩০ খ্ৰীষ্টাব্দে বিখ্যাত কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ-প্রভাকর নামে একখানি পত্র প্রচার করিয়াছিলেন । ঐ পত্রে গদ্য পদ্য উভয়ই লেখা হইত। এককালে প্রভাকরের বড় প্রভা ছিল । ইহার পরে তত্ত্ববোধিনী পত্রিকা, সোমপ্রকাশ ও এডুকেশন গেজেট প্রভৃতি পত্র প্রচারিত হইয়া বঙ্গভাষা ও বাঙ্গালি জাতির বিলক্ষণ উপকার হইয়াছিল । চারুপাঠ ও পদার্থবিদ্যা প্রভৃতি প্রণেতা মহাত্মা অক্ষয়কুমার দত্ত, বার বৎসর পর্য্যন্ত তত্ত্ববোধিনীর সম্পাদক ছিলেন । তত্ত্ববোধিনী পত্রিকা দ্বারা বাঙ্গালা ভাষার যত উপকার হইয়াছে, এমন আর কিছুতেই হয় নাই । রামমোহন রায়, রামগোপাল ঘোষ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, প্যারীচঁাদ মিত্র, অক্ষয়কুমার দত্ত, দ্বারকানাথ বিদ্যাভূষণ, প্যারীচরণ সরকার, রাজেন্দ্রলাল মিত্র, ভূদেব