পাতা:পাঠসার.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেহ-নগর । ي فع ډلاS মুখোপাধ্যায় এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রভৃতি মহাশয়ের বাঙ্গালা সংবাদপত্র ও সাময়িক পত্র প্রচার করিয়া, বঙ্গভাষা ও বাঙ্গালি জাতির যথেষ্ট উপকার করিয়াছেন । বর্তমান সময়ে যে সকল সংবাদ পত্র বা সাময়িক পত্র চলিতেছে, তাহার উল্লেখ করিবার প্রযোজন নাই । পূৰ্ব্বে সংবাদপত্রের স্বাধীনতা ছিল না । সংবাদপত্রে যাহা লিখিত হইত, গবর্ণমেণ্টের নিয়োজিত কৰ্ম্মচারী আঞ্জে তাহা দেখিয়া দিতেন । এইরূপ করিলে লোকে স্বাধীন ভাবে মনের কথা লিখিতে পারে না বলিয়া, সভ্য দেশে সংবাদপত্রের উপরে এইরূপ শাসন নাই । মেটকাফ নামক উদারাশয় গবর্ণর জেনারেলের শাসনকালে, সংবাদ পত্র এ দেশে স্বাধীনতা লাভ করে । ১৮৩৫ খ্ৰীষ্টাব্দে সংবাদপত্রের স্বাধীনতা প্রচার করিয়া, রাজ প্রতিনিধি মেটকাফ চিরস্মরণীয় হইয়া গিয়াছেন । দেহ-নগর । 3 ? 名事莒 অভূত সহর আছে দেহের ভিতরে; আশ্চর্ষ্য দেখেছি আমি গিয়ে সে সহরে,— > ©