পাতা:পাঠসার.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>> o পাঠসার । শিরায় শোণিত চলে যেন কলের জল, লোমকূপ নর্দামাতে সরিতেছে মল ; গ্যাসের আলোক আছে স্ফটিকের ঘরে, সহর আলোকময় ভিতর বাহিরে । মধ্যেতে বাজার তাতে গলি শত শত, আমৃদানি রপ্তানি তাতে হতেছে নিয়ত । উদ্ধে আছে মহাদুর্গ দুর্ভেদ্য প্রাচীর, তাহাতে আছেন জ্ঞানচন্দ্র মহাবীর ; ক্ৰোধ লোভ মদ আদি কয়টা দুর্জন, অন্ধকারে পথিকেরে করে জ্বালাতন , সম দম সহিষ্ণুতা তিতিক্ষ সবাই সাধু লোক, সঙ্গে পেলে কোন ভয় নাই ! বিবেক বিচারপতি স্যায়পরায়ণ, নিয়ত করেন বসে দুষ্টের দমন । নগরের রাজা কিন্তু বড় দয়াময়, রাজ-দরবারে যেতে নাহি কোন ভয় ; সৰ্ব্বত্র আছেন তিনি সকল সময়, অপরূপ ভাব তার কহিবার নয় !