পাতা:পাঠসার.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দারিদ্র্যাস্থরের দপ। X “দারিদ্র্য* আমার নাম দুঃখ মোর ভাই, সঙ্গে সঙ্গে যায় সদা আমি যথা যাই ; যেই দেশে যাই তারে করি ছারখার, কে পারে সহিতে ঘোর দংশন আমার P সুখ শান্তি নাহি রহে আমার পরশে, গুণীরে নিগুণ করি চক্ষুর নিমেষে ; যে দেশে বসতি আমি করি দিন চারি, সে দেশের মানুষে পশুর সম করি । & রোগ শোক দুই পুত্র পিতৃ আজ্ঞাকারী, কুরুচি কুচিস্ত মম দুইটী কুমারী ; আমি যথা রাজ্য করি তারা তথা থাকে. মম পদানত তারা করে যত লোকে ; দারুণ জঠর-জ্বালা চির সহচরী, অগ্ৰে অগ্রে যায় মম পথ অালো করি ; বীরের বীরত্ব নাশি, জননীর স্নেহ, মানীর সম্মান যায়, নাহি বীচে কেহ ।