পাতা:পাঠসার.djvu/১১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y Y 2 পাঠসাব ! ·ථි আলস্য-নিদ্রায় রত যে সকল জাতি, কৃষি শিল্প বাণিজ্যেতে নাহি মাত্র মতি, . সে সকল দেশে আমি করি চিরবাস, ভাল নামে যাহা পাই, সব করি গ্রাস , মানুষের রক্ত পান করি বড় সুখে, চিবাই মস্তিষ্ক বসি ভর করি বুকে । இ இ. রাণী ভবানী । মহৎ লোকের জীবনী-পাঠে বালক-বালিকাদিগের বিশেষ উপকার সাধিত হয় । এই সংসারে প্রতিকুল অবস্থা ও আপদ বিপদের সঙ্কে মনুষ্য মাত্রকেই, অল্প বা অধিক পরিমাণে সংগ্রাম করিতে হয় । সেই সংগ্রাম করিবার সময়ে বন্ধু ব্যক্তির পরামর্শ যেমন কাৰ্য্যকারী মহৎ লোকের জীবনবৃত্তাস্ত-পাঠও সেইরূপ উপকারী । কেন না কাৰ্য্যক্ষেত্রে বিস্ত্র বিপদের সঙ্গে কিরূপে সংগ্রাম করিয়া মহৎ লোকেরা সংসারে জয়ী হইয়াছেন, তাহা জানিতে পারিলে, সকলেরই পক্ষে কৃতকাৰ্য্য হইবার সুযোগ হইতে পারে ।