পাতা:পাঠসার.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাণী ভবানী ! Y S S সহিষ্ণুতা ও অধ্যবসায় ব্যতীত প্রায় কেহই মহৎ মইতে পারে না । কাৰ্য্য করিতে করিতে মানুষ যখন পরিশ্রান্ত হয়, অথবা বারম্বার বাধা প্রাপ্ত বা অকৃতকাৰ্য্য হইয়া, মানুষের প্রাণ যখন হতাশ হইয় পড়ে, তখন মহৎ লোকের জীবনচরিত পাঠ করিলে সহিষ্ণুতা শিক্ষা হয, এবং সাহস ও অধ্যবসায় বদ্ধিত হইয়া থাকে । একজন প্রধান কবি কহিয়াছেন যে, আমাদিগেব জীবনের কাৰ্য্যক্ষেত্ৰ যেন বালুকাময় প্রান্তরের মত , মহৎ লোকের জীবনচরিত ঐ বালুকার উপরে পদচিহ্র সদৃশ , ঐ পদচিছু অনুসরণ করলে আমরাও অভীষ্ট স্থানে গমন করিতে পারি । সকল দেশেই এবং সকল কালেই, স্ত্রী পুরুষ উভয় জাতির মধ্যে প্রকৃত বড় লোকের জন্ম হইয়াছে । ইতিহাস সেই সকল বড় লোকের জীবনচরিত বই আর অধিক কিছুই নহে। প্রাচীন লোকদিগের নিকট আমরা পুরাতন কালের বিবরণ শুনিতে পাই । ইতিহাস অতি বিচক্ষণ প্রাচীন লোকের মত, আমাদিগকে পুরাতন কালের অবস্থা বিদিত করিয়া দেয । ইতিহাসের নিকট আমরা বাহ অবগত হই, তন্মধ্যে মহৎ লোকদিগের জীবনবৃত্তান্ত অতি মূল্যবান সামগ্রী অনেকে ইতিহাস পাঠ করিতে জানে না । তাহার।