পাতা:পাঠসার.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S 28 পাঠসার । কেবল ইতিহাসের লিখিত ঘটনাসকলের সময় কণ্ঠস্থ করিয়া রাখে, আর কোন রাজার মৃত্যু হইলে কে কোন দেশের সিংহাসন পাইল, কোন যোদ্ধা কোন যুদ্ধে জয়ী হইল, প্রায় এ সকল জানিয়া রাখিতে পারিলেই, ইতিহাস পাঠ করা হইল মনে করিয়া থাকে । বাস্তব ইতিহাস পাঠ করিয়া উপকার লাভ করিতে হইলে, কেবল রাজা বা যোদ্ধাদিগের নাম বা ঘটনা সকলের সময় জানিলে চলে না । কোন দেশে বা সমাজে কিরূপে রাজনীতি, ধৰ্ম্মনীতি, শিল্প ও সাহিত্যের কতদূর পরিবর্তন, উন্নতি বা অবনতি হইয়াছিল, তাহা অবগত হইয়। জ্ঞান লাভ করা, এবং ইতিহাসের লিখিত বড় বড় লোকের জীবনী পাঠ করিয়া নিজ জীবন উন্নত করিতে যত্ন করার জন্যই ইতি হাস পাঠের প্রয়োজন। সমাজনীতি ও ধৰ্ম্মনীতি প্রভৃতির তত্ত্ব বালক বালিকার ভাল করিয়া বুঝিতে পারে না , এজন্য কেবল বড় বড় লোকের জীবনচরিত পাঠ করিয়া বড় হইবার চেষ্টা করাই তাহাদিগের পক্ষে কর্তব্য । প্রায় সকল দেশেরই ইতিহাস আছে । বর্তমান সময়ে সভ্যদেশে ইতিহাস ও জীবন চরিতের বড় আদর । প্রাচীন কালে ভারতবর্ষে নানা বিষয়ের প্রচুর উন্নতি হইয়াছিল; কিন্তু ইতিহাস ও জীবনচরিত লিখিবার জন্ত