পাতা:পাঠসার.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাণী ভবানী । > めむ যত্ন ছিল না । এজন্য এ দেশের প্রাচীন কালের অনেক বড় বড় লোকেরও জীবন-রক্তাস্ত আমরা অবগত নহি । কোন কোন বড় লোকের জীবনী উপকথায়ও পরিণত হইয়া গিয়াছে। অধুনা বাঙ্গালা ভাষায় ভাল ভাল ইতিহাস ও জীবনচরিত লিখার আরম্ভ হইয়াছে। নিম্নে যে রমণীর নামোল্লেখ করা যাইতেছে, তাহার জীবন প্রাতঃ স্মরণীয। তাহার মত বড় লোক আর কেহ এ দেশের নারীসমাজে অল্পকাল মধ্যে জন্ম গ্রহণ করেন নাই । ১১৩১ বঙ্গাব্দে রাজসাহির অন্তর্গত ছাতিম নামক গ্রামে, প্রাতঃস্মরণীয়া রাণী ভবানী জন্ম গ্রহণ করেন । অন্ত কোন কারণে, ছাতিম গ্রাম লোকের নিকট পরিচিত নহে , কিন্তু রাণী ভবানীর জন্মস্থান বলিয়াই উহা, পরম গৌরবে ইতিহাসে উল্লিখিত হইতে পারে । রাণী ভবানীর পিতার নাম আত্মারাম চৌধুরী । আত্মারাম সঙ্গতিশালী লোক ছিলেন না । সামান্ত অবস্থায জন্ম গ্রহণ করিয়াও,রুপ গুণ ও চরিত্রবলে ভবানী রাজরাণী হইয়াছিলেন । কিন্তু রাণী উপাধি, বা সম্পদ ও ক্ষমতা লাভ করাই তাহার জীবনের গৌরবের বিষয় নহে । পুণ্যশীলা ভবানীর ধৰ্ম্মনিষ্ঠ, বীরত্ব ও পরদুঃখকাতরতাই তাহাকে ভারতের পূজনীয়া, ও নারীজাতির শিরোভূষণ করিয়া রাখিয়াছে।