এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> * পাঠসার । স্বাধীন ছিল, সুতরাং সমাজের অবস্থা এরূপ ছিল না । বর্তমান সময়ে বাছ সভ্যতার বৃদ্ধি হইয়া বাষ্পীয় যাম নিৰ্ম্মিত হইয়াছে, এখন স্থল ও জল পথে দেশের সর্বত্র । গমমাগমন করা যায় ; পূৰ্ব্বে তেমন সুবিধা ছিল না । এখন আমরা সচরাচর যে সকল শকটে আরোহণ করিয়া থাকি, সেই সময়ের শকট বা রথ সেরূপ ছিল না । তখন লোকে রথে আরোহণ করিয়া যুদ্ধ করিত ! বর্তমান সময়ে নগর ও রাজপথাদি যেরূপ প্রস্তুত হুইয়া থাকে, সে কালে ঠিক সেরূপ ভাবে প্রস্তুত হইত না । প্রাচীন মহাকাব্য রামায়ণ পাঠ করিলে আমরা এই সকল বিষয় জানিয়া প্রচুর ঐতিহাসিক অভিজ্ঞতা লাভ করিতে পারি । বর্তমান সময়ে যে প্রদেশকে অযোধ্যা বলে তাহার অনেক স্থান লইয়া উত্তর কোশল রাজ্য নামে এক পুরাতন রাজ্য ছিল। মুর্য্যবংশীয় নরপতির উত্তর কোশল রাজ্যের অধীশ্বর ছিলেন । সুৰ্য্যবংশীয় রাজা দশরথের রাজত্ব কালে অযোধ্যা নগর কোশল রাজ্যের রাজধানী ছিল । তৎকালে অযোধ্যা নগর যথেষ্ট সমৃদ্ধিসম্পন্ন হইয়াছিল । চিরদিন কাহারও সমভাবে যায় না ; বর্তমান সময়ে অযোধ্যার ভগ্নাবশেষ সমূহ সরযূ নদীর ..তীরে পড়িয়া রহিয়াছে ।