Ꮌ Ꮌv পাঠসাব । ভাক্ত বন্ধুরা, যে যার স্থানে চলিয়া গেল । রামকাস্তের মোহ কতক পরিমাণে ঘুচিল । দয়ারাম পূৰ্ব্বাপরই নাটোর রাজবংশের হিতৈষী। রাণী ভবানী তাহ অবগত ছিলেন । এ সময়ে তিনি স্বামীকে অনেক উপদেশ দিয়া বশ করিয়া দয়ারামের সঙ্গে সৌহার্দ পুনঃস্থাপন করাইলেন। ভবানী প্রদত্ত অর্থ ও নিজ বুদ্ধিবলে দয়ারাম রামকান্তকে পুনরায় রাজ্যদান করাইলেন । রাজ্যহারা হইয়া যখন জগৎ শেঠের আশ্রয় লইয়াছিলেন, তখন রামকান্ত অর্থহীন। রাণী ভবানী নিজের কতকগুলি মূল্যবান অলঙ্কার সঙ্গে করিয়া আনিয়াছিলেন । ঐ গুলিই তখন র্তাহাদিগের একমাত্র সম্বল ; উহ তারাইলে একেবারেই কপর্দকহীন হইতে হয় । কিন্তু রাণী ভবানী উচ্ছ। অকাতরে দয়ারামের হস্তে অপর্ণ করিলেন । ভবানীর হৃদয় মহত্বে পূর্ণ ছিল । তিনি স্বামির হিতার্থে, ༈་ཐ་ বিশ্বম্ভ কৰ্ম্মচারির হস্তে তখনকার সৰ্ব্বস্ব অর্পণ করিতে কুষ্ঠিত হইবেন কেন ? ঐ সকল অলঙ্কার দ্বারা পঞ্চাশ হাজার টাকা সংগ্ৰহ করিয়া, তদ্বারাই দয়ারাম রামকান্তকে রাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত করেন । পূৰ্ব্বকৃত শারীরিক নিয়ম লঙ্ঘন জন্ত, অচিরেই রামকাস্তের শরীর ভগ্ন হইল । পয়ত্রিশ কি ছত্রিশ বৎসর
পাতা:পাঠসার.djvu/১২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।