রাণী ভবানী > > ぶ。 বয়সে তিনি পরলোকে গমন করিলেন, আর রাজ্যভার রাণী ভবানীর উপরে পড়িল। ভবানীর বয়স তখন বত্রিশ বৎসর । ১৭৫৬ খ্ৰীষ্টাব্দে রাজা রামকান্ত পরলোকগমন করেন। ঐ সময়ে দুৰ্ব্বত্ত শিরাজউদৌলা বাঙ্গালার নবাব ছিল । পর বৎসরই পলাশীর যুদ্ধে জয়লাভ করিয়া, ইংরেজেরা কাৰ্য্যতঃ দেশের রাজা হইলেন । রাণী ভবানী যখন রাজ্যলাভ করেন, তখন শিরাজউদৌলার অবিমুয্যকারিতা ও অত্যাচার, এবং ইংরেজদিগের ক্ষমতারদ্ধিতে দেশের ভয়ানক অবস্থা ছিল । সেই অবস্থায, বত্রিশ বৎসর বয়সে, রাণী ভবানী যেরূপ বুদ্ধিকৌশল ও বীরত্ব প্রকাশ করিয়া রাজ্যশাসন করিতেন, ভাবিলে তাহার প্রতি প্রগাঢ় শ্রদ্ধার উদ্রেক হয় । তারা ঠাকুরাণী নামে রাণী ভবানীর এক পরম রূপবর্তী বিধবা কষ্ঠা ছিল । পাপিষ্ঠ শিরাজ তাহাকে হস্তগত করিতে চাহে। রাণী ভবানী ঘৃণাও ভৎসনা করিয়া উত্তর দেওয়াতে, শিরাজউদৌলা ক্রুদ্ধ হইয়া একদল সৈন্ত পাঠাইল । রাগী ভবানী কুলগৌরব রক্ষার জন্য অসীম বীরত্ব প্রকাশ পূৰ্ব্বক নবাব-সৈন্তের সঙ্গে যুদ্ধ করিতে প্রস্তুত হইলেন। অপরদিকে কতকগুলি সৈন্ত দ্বারা বেষ্টিত করিয়া কন্যাকে কাশীতে পাঠাইলেন । সৈন্যদিগকে দৃঢ়রূপে এই আজ্ঞা করিয়া দিলেন যে, যদি পথিমধ্যে
পাতা:পাঠসার.djvu/১২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।