পাতা:পাঠসার.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

δ 3 ο পাঠসার । নবাবের সৈন্য তাহাদিগকে আক্রমণ করে, তাহারা যুদ্ধ করিবে ; যুদ্ধে জয়ী হইবার আশা না থাকিলে, অগ্ৰে তারার প্রাণনাশ করিয়া, তৎপরে তাহারা আত্মরক্ষায় নিযুক্ত হইবে । রাণী ভবানীর বুদ্ধি বিক্রম ও দয়া দাক্ষিণ্য দেখিয়া, প্রজাগণ র্তাহাকে দেবতা জ্ঞান করিত । নবাব, দেবী ভবানীর উপরে অত্যাচার করিতে প্রবৃত্ত হওয়াতে, রাজ্যের সমস্ত প্রজ ক্ষেপিয়া উঠিল । লক্ষ লক্ষ লোককে যুদ্ধ করিতে উদ্যত দেখিয়া, নবাব-সৈন্য আর যুদ্ধ করিতে সাহসী হইল না। পাপিষ্ঠ শিরাজের দুরাশাও মিটিল না । পরপদানত ভীরু বাঙ্গালি-সমাজে রাণী ভবানী প্রকৃত প্রস্তাবেই দেবী ছিলেন । কুলগৌরব অথবা ধৰ্ম্ম রক্ষার জন্য, তিনি প্রবল শক্রর সঙ্গে যুদ্ধ করিতেও ভীত হইতেন না, প্রাণীপেক্ষ প্রিয়তর সস্তানের রক্ত দান করিতেও কুষ্ঠিত হইতেন না । দানেতে রাণী ভবানী অন্নপূর্ণ সদৃশ ছিলেন। দরিদ্রদিগকে বস্ত্রদানের, এবং অসমর্থ রুগ্নদিগের চিকিৎসার জন্য র্তাহার কৰ্ম্মচারী নিযুক্ত ছিল; তাহারা অন্ন,বস্ত্র,ঔষধ ও পথ্য লইয়া গ্রামে গ্রামে গ্রমণ করিত। ভবানী স্বয়ং কত দান করিয়াছেন তাহার ইয়ত্তা নাই ; কৰ্ম্মচারিদিগের উপরেও এক কালীন একশত টাকা পৰ্য্যন্ত দান করিবার