পাতা:পাঠসার.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাণী ভবানী । > & > অধিকার দিয়া রাখিয়াছিলেন । জলাশয় খনন, দেবালয স্থাপন, এবং মুসলমান রাজপুরুষদিগের কর্তৃক হৃতসৰ্ব্বস্ব ভদ্রলোকদিগকে, বাড়ীঘর ও ভূম্যাদি দান যে তিনি কত করিয়াছেন, তাহার সংখ্যা করা যায় না । আজিও নানা শ্রেণীর লোকে, রাণী ভবানীর প্রদত্ত প্রায় পাচ লক্ষ বিঘা নিষ্কর ভূমি ভোগ করিতেছে । ভবানীর উদারতার সীমা ছিল না । তিনি হিন্দু ধৰ্ম্মে বিশ্বাসী, কিন্তু সাধু চরিত্র মুসলমানদিগকেও নিষ্কর ভূমি দান করিয়াছিলেন । রাণী ভবানী স্বয়ং অধিক বিদ্যাবতী ছিলেন না, কিন্তু বিদ্যার পরম সমাদর করিতেন । প্রতি বৎসব চতুষ্পাঠির পণ্ডিতদিগকেও তিনি প্রায় পঁচিশ হাজার টাকা দান করিতেন। বিপুল ধনের অধীশ্বরী হইয়াও বাণী ভবানী সামান্ত বেশে থাকিতেন । র্তাহার ধৰ্ম্মবিশ্বাস ও নিস্পৃহতার একটা দৃষ্টান্ত দেওয়া বাইতেছে। একবার রাজা রামকান্ত বহুমূল্য দুই ছড়া হীরকের হার আনিয়া রাণী ভবানীর হাতে দিয়াছিলেন । কতককাল পরে সেই হারের কথা উঠিলে, রামকাস্ত বলিলেন যে,বড় হার ছড়া রাণী ভবানীর জন্ত, আর ছেট গাছি ভবানীপুরে প্রতিষ্ঠিত বিগ্রহের জন্ত আনিয়াছেন। রাণী ভবানী বলিলেন যে, হার পাওয়া মাত্রই তিনি বড়গাছি বিগ্রহকে দিবেন মনে করিয়াছেন । রামকান্ত এ কথায় কিঞ্চিৎ S 3