পাতা:পাঠসার.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૩૨ ૨ পীঠসার । আবেগের সঙ্গে বলিয়াছিলেন—“তবে কি আমার ইচ্ছ। পূর্ণ হইবে না ?” ভবানী হাস্তমুখে বলিলেন, "তবে উভয়েরই ইচ্ছা পূর্ণ হউক" । এই বলিয়া তিনি দুইগাছিই বিগ্রহকে দিলেন । রাণী ভবানী অন্তঃপুরে অবরুদ্ধ হইয়া থাকিতেন না । সন্ধ্যাকালে মন্ত্রভবনে প্রশ্বাশু স্থানে বলিয়া, অমাত্যবর্গসহ রাজকাৰ্য্যের মন্ত্রণা করিতেন। প্রজাদিগের আবেদন সকল সেই স্থলে পঠিত হইত, আর তিনি তন্তু বনে উচিত আদেশ প্রদান করিতেন । ভবানী সময়কে তিন ভাগ করিয়া এক ভাগে ধৰ্ম্মানুষ্ঠান, অপর ভাগে পরোপকার, এবং অবশিষ্ট অপর ভাগে রাজকাৰ্য্য করিতেন । রুদ্ধকালে সন্ন্যাসাশ্রম গ্রহণ করিয়া, বড়নগর নামক স্থানে গঙ্গাতীরে গিয়া বাস করিয়াছিলেন । সেখানে কেবল ধৰ্ম্মানুষ্ঠান ও পরোপকারই করিতেন । ১২১০ সঞ্চু উনাশী বৎসর বয়সে,বড়নগরেই তিনি ইহলোক পরিত্যাগ করিয়াছিলেন। ইদানীন্তনকালে রাণী ভবাণীর মত প্রতিভাশালিনী ও পুণ্যবতী মহিলা অল্পই জন্ম গ্রহণ করিয়াছেন । ബജബ سس-سسس-سسس-سسسه مسجحیه به جای مسج