পাতা:পাঠসার.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পশু-সভা ৷ একদা গড়ের মাঠে সন্ধ্যার সময়, কলিকাতা নগরের পশু সমুদয়, করিলা প্রকাণ্ড সভা আতি চমৎকার ; রয়েছে সংবাদপত্রে বিবরণ তার । মধ্যেতে মহিষ বসে ঘোটক বামেতে, দক্ষিণেতে বলীবর্দী গর্দভ পশ্চাতে ; সম্মুখে মার্জার আর সারমেয় দোহে, এক পাশে মেষ আসি যোড়হস্তে রহে । প্রথমে সকলে মৌনী, ( লভোর লক্ষণ ) লাঞ্ছল নাড়িয়া শুধু করিছে ব্যজন । বক্ততা করিতে যাই ঘোটক উঠিলা, আনন্দে সকলে মিলি করতালি দিলা । গ্ৰীবা বক্র করি আশ্ব লাগিলা কহিতে,— *মানুষের অত্যাচার পারি না সহিতে ; মানুষের কপালে হউক বজ্রপাত, পৃষ্ঠে চড়ে কেশে ধ’রে করে কশাঘাত ।