পাতা:পাঠসার.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> く8 পাঠসার । চৰ্ম্মডোরে মুখ চোক সজোরে বাধিয়া, বড় বড় শকটেতে দিতেছে যুড়িয়া । সারাদিন সম শ্রম করি বার মাস, উদর পূরিয়া খেতে নাহি পাই ঘাস : একে শুষ্ক পরিমাণে তাহে কম কত, বঙ্গবাসী চাকুরের বেতনের মত । দাড়াইয়া নিদ্র। যাই কয়েদী যেমন, মানুষের মত পাপী কে অাছে এমন ? দুটি মাত্র শৃঙ্গ যদি থাকিত অামার, করিতাম মানুষের জীবন সংহার । শৃঙ্গ নাড়া দিলে কেহ না আসিত কাছে, শিখাতেম মানুষেরে সংশয় কি আছে ?* এত বলি বসিলেন ঘোটক যখন, *ধস্ত ধন্য” শব্দে পূর্ণ হইল গগন । মৃদুস্বরে মেষ যবে কহিতে লাগিলা, “শোন শোন” উচ্চ শব্দ রাসভ করিলা । মেষ কহে—“দেশে আর না আছে বিচার, এক মুখে আমি তাহ কহিব কি আর ? ঘোটক যে কহিলেন সত্য সমুদয়, আমাদের দুঃখ কিন্তু তুলনীয় নয় । অযতনে থাকি মোরা মাঠে ঘাস খাই,