পাতা:পাঠসার.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পশু সাভা । S R 3: মানুষের শীতবস্ত্র অনেক যোগাই ; মরিয়াও চৰ্ম্ম দিয়া উপকার করি, তবু তারা মোদের গলায় দেয় ছুরি । আপনার পুত্ৰোৎসবে পরপুত্রে মারে, মানুষের মত পাপী কে আছে সংসারে ? দস্ত নাই নখ নাই দেহে নাই বল, সম্বল কেবল বটে নয়নের জল !" এত কহি মেষ যবে বসিলা ভূতলে, *ধিক ধিক্ !” মহাশব্দ করিলা সকলে । সভাপতি বলীবর্দ উঠিয়া তখন, কহিতে লাগিলা ধীর গম্ভীর বচন ;– “অদ্যকার এ সভার বক্ততা সুন্দর, করিলাম সকলেই শ্রবণগোচর , মানুষের অত্যাচার সকলেই জানি, একটি উপায় ভাল আমি অনুমানি ; মানুষের আজ্ঞাবহ থাকিব না আর, অত্যাচারে সকলে করিব প্রতীকার । " *ভাল ভাল ?” বলিলেক সভাস্থ যতেক, সভাপতি ধন্তবাদ পাইলা অনেক । এই রূপে হবে যবে সভা ভঙ্গপ্রায়, আরণ্যমান্তর্জার এক আইল তথায়,