পাতা:পাঠসার.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 2 と分 পীঠসার । সকলেরে সম্বোধিয়া কহিল তখন— “তোমাদের কথা সব করেছি শ্রবণ ; ঘোটকের শৃঙ্গ নাই আছে দৃঢ় ক্ষুর, শরীরেও সামর্থ যে রয়েছে প্রচুর ; তবে কেন মানুষের কেনা হয়ে রহে, আপনার শত্রু জনে পৃষ্ঠে কেন বহে ? সার আছে বল বুদ্ধি সমৃদ্ধি সাহস, পুথিবীতে অনেকেই হয় তার বশ ; বুদ্ধিহীন ভীরু বটে হতভাগ্য অতি ; নিজ দোষে তোমাদের এমন দুৰ্গতি । মেষ বটে ক্ষুদ্র কিন্তু তার শৃঙ্গ আছে, তবে কেন কাষ্ঠবৎ মানুষের কাছে ? আরো দেখ তোমাদের থাকিলে একত, দুৰ্ব্বল সবল হতো, না হতে অস্তথা , তোমরা অধম জাতি আতি নীচাশয়, পরম্পর হিংসা করি বল কর ক্ষয় ; গর্দভে ঘোটকে বাদ জানি অতিশয়, মহিষে বলদে মিল কতু নাহি হয় ; অসহায় মেষগুলি মাঠ মধ্যে চরে, নিষ্ঠুর কুকুর তারে দ২শে অকাতরে । নিজ হিত চাহ যদি মোর কথা লও,