পাতা:পাঠসার.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাজ রামমোহন রায় । > ミ午 পরস্পর ভালবেসে দলবদ্ধ হও ; অত্যাচার করিবেক মানুষ যখন, সকলে মিলিয়৷ তারে করো আক্রমণ ; ইহাতেও যদি শেষে তাটিতে না পার, রাজধানী-বাস-আশা পরিহার কর ; অধীনতা পরিহরি অরণ্যেতে যাও, কাননের ফল মূল মনসুখে খাও ; আপনার স্বাধীনতা করে যেই দান, ধরাতলে কোথা বল থাকে তার মান ? পরমুখ চায় যেবা জীবিকার তরে, তার মত হতভাগ্য কে আছে সংসারে ; ধরাতলে যেই জন হয় পরাধীন, কাননের পশু হতে (ও) জেনো তারে হীন । রাজা রামমোহন রায় । ১৭৭৪ খ্ৰীষ্টাব্দে হুগলী জেলার অন্তর্গত রাধানগর গ্রামে, মহাত্মা রামমোহন রায় জন্ম গ্রহণ করেন । রামমোহনের পিতার নাম রামকান্ত রায়, মাতার নাম তারিণী দেবী । তারিণী দেবী "ফুল ঠাকুরাণী” নামে