পাতা:পাঠসার.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>、レア পাঠসাল । পরিচিত । ফুল ঠাকুরাণী বড় তেজস্বিনী, বুদ্ধিমতী ও শুদ্ধচারিণী ছিলেন ; এজন্য র্তাহার পতি প্রায় সমস্ত কার্য্যেই তাহার পরামর্শ লইতেন । মাতার গুণে প্রায়ই সন্তান ভাল হইয়া থাকে । রামমোহন যে উত্তরকালে এত বড় লোক হইয়া, পুথিবীতে অতুল কীৰ্ত্তি রাখিয়া গিয়াছেন, তাহার জননীর বুদ্ধি ও চরিত্রবল তাহার এক প্রধান কারণ সন্দেহ নাই । অতি শিশুকালাবধিই রামমোহন শিক্ষায় এত অনুরাগী হইয়াছিলেন যে, পাচ বৎসর বয়সের সময়েই মাতাকে ছাড়িয়া গিয়া শিক্ষার জন্য স্থানান্তরে ছিলেন । কয়েক বৎসর পরে স্বামীর সঙ্গে পরামর্শ করিয়া, ফুল ঠাকুরাণী রামমোহনকে সংস্কৃত শিক্ষার জন্য উত্তরপশ্চিমাঞ্চলে পাঠাইয়া দিলেন ! তথায় রামমোহন ধৰ্ম্মনীতি ও আইন শিক্ষা করেন। রামমোহনের পিত রামকান্ত রায়, বৰ্দ্ধমানের রাজার অধীনে কতকগুলি ভূমি ইজার। রাখিতেন । পিতার বিষয়কাৰ্য্য শিক্ষার জন্ত, উত্তর পশ্চিমে যাইবার পূৰ্ব্বেই রামমোহন পারসী ও আরবী শিখিয়াছিলেন । ষোল বৎসর বয়সে তিনি এরূপ কৃতবিদ্য হইয়া দেশে ফিরিয়া আসিলেন যে, আসিয়াই দেশের তৎকাল-প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে একখানি উৎকৃষ্ট গ্রন্থ রচনা করিয়াছিলেন ।