পাতা:পাঠসার.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిe পাঠসার । এবং সাহস ও সত্যনিষ্ঠাই তাহার সম্বল ছিল । এই সহায় ও সম্বল লইয়া, তিনি সেই বালক বয়সেই যে , বীরত্ব প্রকাশ করিয়াছিলেন, জগতের ইতিহাসে তেমন আর প্রায় দেখিতে পাওয়া যায় না । রামমোহনের জ্ঞান-পিপাসা এত প্রবল ছিল যে, সেই বালক বয়সেই তিনি বৌদ্ধধৰ্ম্ম অনুশীলন করিবার জন্য তিব্বৎ দেশে গিয়া উপস্থিত হন । তখন ভারতবর্ষে রেল পথ প্রস্তুত হয় নাই ; দেশের অবস্থা এরূপ ভয়ানক যে, দূরস্থানগামী পথিক মাত্রকেই দমু্যভয়ে প্রাণ হাতে করিয়া চলিতে হইত। সেই সময়ে যে বালক ধৰ্ম্মানুশীলন করিবার জন্ত, পদব্রজে হিমগিরি উত্তীর্ণ হইয়া, তিব্বৎ দেশে গিয়া উপস্থিত হইতে পারে, পুর্থীবীতে তাহার মত বীর পুরুষ আর কে আছে ? কিন্তু রামমোহনের কেবল প্রবল জ্ঞান-পিপাসাই ছিল না ; মানুষের অজ্ঞানান্ধকার দূর করিবার জন্যও তিনি নিয়ত যত্নবান ছিলেন । তিব্বতে যাইয়া প্রখর মেধাশক্তির বলে তিনি দেখিতে পাইলেন যে, তথাকার প্রচলিত ধৰ্ম্মমতও কুসংস্কারপূর্ণ ; তাই সেই বয়সেই লামা নামক বৌদ্ধ পুরোহিতদিগের সঙ্গে তর্কযুদ্ধ আরম্ভ করিলেন । সৰ্ব্বত্রই স্বার্থপর, নীচ ও নিষ্ঠুর লোক বিদ্যমান রহিয়াছে। তর্কযুদ্ধে পরাস্ত হইয়া লামাগণ র্তাহার