পাতা:পাঠসার.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృ93 পাঠসার । মোহন ইহার পূৰ্ব্বে সামান্ত ইংরেজী জানিতেন ; এইক্ষণ ঐ ভাষা ভাল করিয়া শিখিলেন। কয়েক বৎসর বিপুল অর্থ ও যশ লাভ করিয়া রামমোহন কৰ্ম্ম পরিত্যাগ করিয়া আইসেন। ১৮০৫ খৃষ্টাব্দে র্তাহার পিতার মৃত্যু হয় । ঐ বৎসরেই তিনি কার্য্য ত্যাগ করেন । তখন র্তাহার বয়স ৩২ বৎসর মাত্র । স্বীয় ধৰ্ম্ম-সংস্কারের জন্য ফুল ঠাকুরাণী রামমোহনকে বার বার গৃহ হইতে তাড়াইয়া দেন ; কিন্তু রামমোহন এমনই মাতৃভক্ত ছিলেন যে, যাহাতে মাতার মনে ক্লেশ না দিয়া পারেন, তজ্জন্ত সৰ্ব্বদা সচেষ্ট থাকিতেন । পিতার মৃত্যুর পরে আইন অনুসারে তিনি পৈত্রিক সম্পত্তি অধিকার করিতে পারিতেন, কিন্তু মাতার মনে ক্লেশ দিয়া তাহা করিলেন না। এমন কি রঙ্গপুর হইতে আসিয়া, সৰ্ব্বাগ্রে মাতার পদধূলি না লইয়া কোন কাৰ্য্যই করিলেন না । চাকুরি পরিত্যাগ করিয়া আসিয়া তিনি বিশেষরূপে ধৰ্ম্মানুশীলন ও ধৰ্ম্মপ্রচার আরম্ভ করিলেন । ঐ জন্ত তিনি মুর্শিদাবাদে এক বাটী নিৰ্ম্মাণ করেন । ধৰ্ম্মপ্রচারে প্রবৃত্ত হইলে, চারিদিক্ হইতে র্তাহার উপরে অত্যাচার আরম্ভ হইল । একবার চারি পাচ হাজার লোক দলবদ্ধ হইয়া, তাহাকে নানারূপে নিৰ্য্যাতন করিতে লাগিল !