পাতা:পাঠসার.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহস ও সামর্থ্য । So)* রামমোহন ইংলণ্ডে গিয়াছিলেন। ঐ উপলক্ষে বাদসাহই র্তাহাকে বাজ উপাধি প্রদান করেন । ইংলেণ্ডে যাইয়া তিনি অল্পকােলই ছিলেন । কিন্তু ঐ অল্পকাল মধ্যেই ধৰ্ম্মনীতি, রাজনীতি, সমাজনীতি সম্বন্ধে তিনি যেরূপ পারদশিত। প্রকাশ করিয়াছেন, তাহাতেই বিলাতের বিজ্ঞ ও সাধু লোকেরা তাহাকে একজন মহাপুরুষ বলিয়া বিশ্বাস করিয়া থাকেন । ১৮৩৩ খ্রীষ্টাব্দে ইংলেণ্ডেই তাহার প্রাণ-বিযোগ হয় । ব্লষ্টলনগরে তাহার সমাপি মন্দির বিদ্যমান রহিয়াছে । মহাত্মা রামমোহনের ম ৪ সৰ্ব্বগুণসম্পন্ন মনুষ্য ভূমণ্ডলে অতি অল্পই জন্মগ্রহণ কবিয়াছেন, সন্দেহ নাই । সাহস ও সামর্থ্য পূৰ্ব্বকালে বঙ্গদেশে,— শুনিযাছি উপন্ত সে কথা বটে অতি মনোহর , নানাবিধ গুণধাম, সাহস, সামর্থ্য নাম, আছিল দুইট সহোদর। একজন ক্ষীণকায়, কিন্তু অগ্নিশিখা প্রায় ; কাহাকেও নাহি করে ভয় ;