পাতা:পাঠসার.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}\లి ల পাঠসাব । অণর জন মহাবল, মত্তমাতঙ্গের দল, তার বলে পরাজিত হয় । পরম্পর এত স্নেহ, যেন দোহে একদেহ, এমন আশ্চৰ্য্য দেখি নাই ; “মায়ের পেটের ভাই, হেন বন্ধু কোথা পাই ?” এই তারা কহিত সদাই । R একদিন দুই ভাই, বসেছিল একঠাই, যুক্তি করে নিবিষ্ট হইয়া , *চলহ বিদেশে গিয়া, ধন রত্ন উপার্জিয়া, গৃহে ফিরি সুৰ্যশ লইয়া । না হইলে রদ্ধকালে, স স্তান সন্ততি হলে, কারে কাছে না পাইব মান ; চিরদিন গৃহে থাকে, উঠান সমুদ্র দেখে, যেই জন সে বড় অজ্ঞান ! আমরা দুইটী ভাই, এক সঙ্গে যথা যাই, কেহ নহে আমাদের সম ; বহু উপার্জন হবে, অনেক সুখ্যাতি রবে, করিব অনেক পরিশ্রম !” N○ এইরূপ যুক্তি করি, উপযুক্ত বেশ পরি,