পাতা:পাঠসার.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহস ও সামথ্য । > * * যথাকালে প্রস্তুত হইয়া ; ঈশ্বরের নাম স্মরি, মা বাপে প্রণাম করি, বিনয়েতে বিদায় লইয়া । দুই ভাই একসঙ্গে, চলি যায় মনোরঙ্গে, বহুদূর করিলা গমন , কত নগরের ঠাট, হাঠ মাঠ ঘাট বাট, নিরখিয়া পুলকিত মন । এক সুখে দোহে সুখী, এক দুঃখে দোহে দুঃখী, দোহাকার যেন এক প্রাণ ; যে দেখে সে দুই জনে, দেব কি গন্ধৰ্ব্ব জ্ঞানে, শত মুখে গায় গুণ গান । কিন্তু হায় চির দিন, সমভাবে কারে। দিন, এই ভবে না যায় কখন , পথে তুই সহোদরে, সহসা বিবাদ করে, হলো যেন অঘট-ঘটন ! “তুমি ছোট আমি বড়," এই মনে করি দড, দুই জনে বিবাদ বাপিল , মনেতে পাইয়া ব্যথা, পরস্পর রুষ্ট কথা, অনুচিত কহিতে লাগিল । সামর্থ্য সাহসে বলে, “তুণসম তুমি ফলে,