পাতা:পাঠসার.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাঠসাল । জানি তব বাক্য মাত্র সার ,” সাহস সামর্থ্যে কয়, “তুই অতি নীচাশয, ভীর হয়ে এত অহঙ্কার !" (R এরূপে বিবাদ করি, একে অন্ত্যে পরিহরি, দুই দিকে করিল গমন , সাহস উত্তরে যায, সামর্থ্য দক্ষিণে ধাস, পশ্চাতে না করে দরশন । দিন গেল সন্ধ্যা হলো, মহাভয় উপজিল, হীন-প্রাণ সামর্থ্যের চিলে , * কোথায় রহিলে ভাই, তার কার মুখ চাই ।” এত বলি লাগিলা কাদিতে । নিকটেতে শালবন, তাহা হতে এ কক্তন, দস্থ্য যাই দিল দরশন , ভাবি মনে “কি অদ্ভুত, দান দৈত্য কিবা ভূত । সামর্থ্য হইল অচেতন । বেশভুষ৷ য'ত ছিল, তস্করে তা হরে নিল, লতাপাশে বাধিয়া সজোরে, মহাকায় সামর্থ্যেরে, দস্থ্য বহু শ্রম করে, ফেলে গেল গর্ভের মাঝ{রে ।