বীমায়ণ ও রামবনবাস । 'סא צ কৈকেয়ীকে বহু অনুনয় করিলেন ; কিন্তু কৈকেয়ীর দুৰ্ম্মতি ফিরিল না । অগতা রামচন্দ্রকে জটা ও বল্কল ধারণ করিয়া বনবাসী হইতে হইল ॥৮পিতৃসত্য পালন করিবার জন্ত রামচন্দ্র বন গমনে উদ্যত হইলে চারিদিকে হাহাকার উপস্থিত হইল । রাম-জননী কৌশল্য, বিলাপে আকাশ বিদীর্ণ করিতে লাগিলেন ; রামানুজ লক্ষ্মণ, রামের বনবাস-সহ বাদে প্রথমে মহাক্রোধ প্রকাশ করিলেন,অবশেষে অনুপায় দেখিয়া ভ্ৰাতৃবিচ্ছেদ অসহ্য জ্ঞান করিয়া জ্যেষ্ঠের সঙ্গে বনবাসী হইতে চলিলেন । জনকনন্দিী সীতা পতির সহগামিনী হইলেন । (সূররাসিরা বহু আক্ষেপ করিতে লাগিল, অনেকে নগর পরিত্যাগ করিয়। রাম চন্দ্রের সঙ্গে বনগমনে উদ্য দ্য হইল । রামচন্দ্রকে বনবাসী করিয়া শোকে ও দুঃখে রাজা দশরথ অতি সত্বরে প্রাণ পরিশু্যাগ করিলেন । এই শোকাবহ ঘটনা ঘটিবার সময়ে ভরত মাতুলালয়ে ছিলেন । তিনি অযোধ্যায় আসিয়া পিতৃশোকে ও ভ্রাতুবিচ্ছেদে বড় কাতর হ ইয়া পড়িলেন, ভ্রাতৃদ্বয় ও ভ্রাতৃবধুর জন্য তিনি রোনাস্তি অক্ষেপ করিতে লাগিলেন । এই দুর্ঘটনা ঘটাইয়াছিলেন বলিয়া, স্বীর জননী কৈকেয়ীকে অনেক অনুযোগ করিতে লাগিলেন । অবশেষে স্বয়ং তপস্বীর বেশ ধারণ করিয়া জ্যেষ্ঠ २
পাতা:পাঠসার.djvu/১৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।