এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

یہی چچی.rیepیظ জননী । b (t পুরুষদিগের সাহায্যে রাবণকে সবংশে নিধন করিয়া সীতা উদ্ধার করেন। রামায়ণে দশরথের অপত্যস্নেহ, রামচন্দ্রের ধৰ্ম্মানুরাগ, ভরত ও লক্ষণের ভ্রাতৃপ্রেম, সীতার সতীত্ব হনুমানের প্রভুভক্তি ও কাৰ্য্যশীলতা প্রভৃতির যেরূপ বর্ণনা আছে, তাহা পাঠ করিতে করিতে পাষণ্ডেরও প্রাণ বিগলিত হয়, মানুষ মাত্রেরই নয়নাগুঞ্চ পতিত হইতে থাকে । iMA AMMMSASAS AMMMM AAAAA জননী । “মা” কথা মধুর বড় সুপার সমান, কহিলে শুনিলে সদা জুড়ায় পরাণ ; যেখানে সেখানে থাকি শত ক্রোশ দূরে, উদ্দেশে “মা” বলে ডাকি, দুঃখ যায় দূরে । কিবা সিংহাসনোপরে ভূপতির পতি, কিবা রণক্ষেত্র মাঝে বীর সেনাপতি, কিবা দূরদেশগত পরাধীন দাস; *

  • শিক্ষক মহাশয় দাসত্ব-প্রথার ও দাস-ব্যবসায়ের বিবরণটী

বলিয়া দিবেন। *